রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


আদমদীঘির ৮৪ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৩ ০৫:০৫

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৫

ছবি: ঘরের চাবি হস্তান্তর

"আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার" এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ৮৪টি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী ভিডিও কনফােনেন্সর মাধ্যমে সারাদেশে আশ্রয়নের ঘর হস্তান্তরের উদ্ধোধন করেন।

আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা।

পরে ৮৪ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top