রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আদমদীঘিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৩ ০৪:০৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২৩:১৫

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ শামিম হোসেন আনোয়ার (৩৭) নামের এক চোর চক্রর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মামলা দিয়ে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শামিম হোসেন আনোয়ার জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মেন্দারবেড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান জানান, গত বুধবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাছ আড়তের সামনে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তি মোটরসাইকেল রেখে পাশের একটি পুকুরে যান। কিছুক্ষণ পর এসে দেখতে পান ওই জায়গায় মোটরসাইকেলটি নেই।

পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায় লোকজনদের জিজ্ঞাসাবাদ করলে তিনি জানতে পারেন অজ্ঞাতনামা ২/৩ জন তার মোটরসাইকেলটি চুরি করে নওগাঁর উদ্দেশ্যে নিয়ে যান। এরপর স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ শামিম হোসেন আনোয়াকে গ্রেফতার করা হয়।

পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার ও চোরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক রাকিবুল ইসলাম বাদী হয়ে শামিম হোসেন আনোয়ারের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৬


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top