রাজশাহী মঙ্গলবার, ২৮শে মার্চ ২০২৩, ১৪ই চৈত্র ১৪২৯


আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার ২


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩ ২১:৪২

আপডেট:
২৮ মার্চ ২০২৩ ০২:০৫

ছবি: গ্রেফতার আসামিরা

বগুড়ার আদমদীঘিতে ৬৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলো- উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল এলাকার মৃত লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৪) ও সান্তাহার পৌর শহরের কলসা হলুদঘর এলাকার মতিউর রহমান মুকুলের ছেলে সাদ্দাম (৩৪)।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার দুটি এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের তল্লাশি করে নাঈম মন্ডলের কাছে থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সাদ্দামের কাছে থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top