আ.লীগ নেতার জন্মদিনে অসহায়দের মাঝে খাবার বিতরণ

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনের জন্মদিন উপলক্ষে রেলওয়ে স্টেশনে ভাসমান দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে সান্তাহার রেলস্টেশনে ভাসমান অসহায় ও দুস্থদের হাতে খাবার তুলে দেন তিনি।
জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক ভাসমান অসহায়দের নিয়ে এ আয়োজন করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবীর বাদশা, আলাউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সজল, শিক্ষক তৌহিদ হোসেন, ব্যবসায়ী জিল্লুর রহমান সাজু প্রমূখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৬
বিষয়: আওয়ামী লীগ
আপনার মূল্যবান মতামত দিন: