ছাগল চুরি করে পালানোর সময় আটক দুই

বগুড়ার আদমদীঘিতে একটি ছাগল চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের ইন্দইল এলাকার মৃত বুলু খন্দকারের ছেলে বিপ্লব খন্দকার (৮৮) ও একই ইউনিয়নের উৎরাইল গ্রামের আজিজুল হাকিমের ছেলে জয় প্রামাণিক (২৮)। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী আকরাম আলী বলেন, শনিবার দুপুরে আদমদীঘি জেলা পরিষদ ডাক বাংলোর পার্শ্বের একটি ঝোঁপঝাড়ে ছাগল'টিকে ঘাস খাওচ্ছিলাম। এ সময় হঠাৎ মোটরসাইকেল করে দুই ব্যক্তি ওই ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা তাদের আটক করে। এরপর পুলিশে খবর দিলে তাঁরা এসে ছাগলসহ ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে যান। এ ঘটনায় তাদের দুইজনের নামে একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল যোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৭
বিষয়: আটক
আপনার মূল্যবান মতামত দিন: