রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে চার জুয়াড়ি গ্রেফতার


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২২ ০৯:০৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১১:০৪

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের লকু পশ্চিম কলোনি মহল্লার খলিলের ছেলে ফিরোজ (৩০), উপর পোঁওতা মহল্লার মোহাম্মদ মন্টুর ছেলে রবিন (৩৩) ও নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া মন্ডলপাড়া গ্রামের উজ্জলের ছেলে বাপ্পি (২২), একই উপজেলার ভবানীপুর গ্রামের কাইয়ুমের ছেলে ইমন (১৯)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে পৌর শহরের মালগুদাম চামড়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় তাদের নামে জুয়া আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top