সান্তাহারে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ৪২ বোতল ফেন্সিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ ইদ্রিস সরদার (৪০), রমানাথ চন্দ্র বর্মন (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ইদ্রিস সরদার বগুড়া সদর থানার সরদার পাড়া গ্রামের আবুল সরদারের ছেলে। রমানাথ চন্দ্র বর্মন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের মৃত-বকুল চন্দ্র বর্মনের ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আব্দুল কাদের জিলানী বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এস আর পরিবহন ও শাহ ফতেহ আলী পরিবহনে দুটি বাসে ফেন্সিডিল ও চোলাই মদের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে এসআই রকিব হোসেন, এএসআই মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দুটি বাসে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল ও আড়াই লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।
আরপি/ এসএডি-2
বিষয়: মাদক ব্যবসায়ী সান্তাহার
আপনার মূল্যবান মতামত দিন: