রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


খালেদার জন্মদিন পালনে বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২২ ০৩:২৯

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৬

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জম্মদিন উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ আগষ্ট) বেলা ১২টায় সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।

সান্তাহডার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জম্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক এইচ এম মুক্তা, বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, যুবদলের যুগ্ম আহবায়ক ফেরদৌর রহমান, যুগ্ম আহবায়ক সৌরভ কর্মকার, যুবদল নেতা রাশেদ, রুবেল, মহিলা নেত্রী বাবলী আক্তার, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আবির হোসেন, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক শেখ শামসউদ্দিন গল্টু, পৌর মৎসজীবি দলের সভাপতি লোকমান হাকিমসহ ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরপি/ এসএইচ ০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top