রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


মালিকের দেওয়া পান্তা খেয়ে ৯ শ্রমিক হাসপাতালে


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৫:৩৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৯:৩২

ছবি: সংগৃহীত

 বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পান্তাভাত খেয়ে নয়জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


রোববার (২৪ নভেম্বর) অসুস্থ হয়ে পড়া শ্রমিকরা উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার কাথম বেরাগাড়ী গ্রামের বাসিন্দা সোহেল হোসেন ধান কাটার জন্য কয়েকদিন আগে ১০ জন শ্রমিক নেন। শনিবার (২৩ নভেম্বর) সকালে সোহেল হোসেনের বাড়িতে পান্তাভাত খেয়ে তারা ধান কাটার কাজে মাঠে চলে যায়। পরে তাদের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল  জানান, কয়েকজন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top