বগুড়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা চেষ্টা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে বিজয় হোসেন (২২) নামের এক যুবক কে পথরোধ করে চাকু দ্বারা বুকে আঘাত ও ধস্তাধস্তির ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে আদমদীঘি থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় সময় হালাহালিয়া হাটে যাওয়ার সময়। তারাপুর দক্ষিনপাড়া গ্রামে মিঠুর দোকানের সামনে পৌঁছামাত্র পূর্ব শত্রুতা কারণে মোজাম্মেল হকের ছেলে মোহন (২৭) ও সাগর (২৫) বিজয় হোসেনের পথরোধ করে। তাদের হাতে থাকা চাকু দ্বারা বুকে আঘাত ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কিলঘুষি মারতে থাকে। বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি দিয়ে ঘটনাস্থল হইতে চলে যায়। বিজয় হোসেনের চিৎকারে দোকানদার সহ আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
আরও পড়ুন: দেশে করোনায় ৩ জনের মৃত্যু
এ ঘটনায় আদমদীঘি থানায় শুক্রবার দুপুরে বিজয় হোসেন বাদী হয়ে সাধারণ ডায়েরি করে। এ বিষয়ে আদমদীঘি থানার ডিউটি অফিসার এ এস আই মশিউদ্দিন সাধারন ডায়েরি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরপি/ এসএইচ
বিষয়: বগুড়া
আপনার মূল্যবান মতামত দিন: