গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে পুটু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।
পুটু মিয়া গোছাইল গ্রামের মৃত ওয়েছ উদ্দিনের ছেলে।
জানা গেছে, পুটু মিয়া গরু নিয়ে মাঠে চড়াতে যায়। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হওয়ার আগে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পরিবারের লোকজন পুটু মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে গেছে।
আরপি/এসআর
বিষয়: নন্দীগ্রাম বজ্রপাত
আপনার মূল্যবান মতামত দিন: