রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আদমদীঘিতে ৩ মাদকসেবীর কারাদণ্ড


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৪

আপডেট:
২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫০

ছবি: গ্রেফতারকৃত আসামীরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৩ জন মাদকসেবীকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক তাদের জরিমানাসহ কারাদণ্ডাদেশ দেন।

জানা যায়, মঙ্গলবার উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি, বশিপুর ও উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ১০০ টাকা জরিমানাসহ ২ জনকে ৭ দিনের ও ১ জনকে ৫ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর হিন্দু পাড়া এলাকার দিলিপ চন্দ্র সরকারের ছেলে সজল চন্দ্র সরকার (২০), একই এলাকার সুনিল সরকারের ছেলে সুশান্ত সরকার (১৯) ও ইয়ার্ড কলেনি এলাকার নুরুল ইসলামের ছেলে নূর আযম বাবু (২৫)।

এদের মধ্যে সজল চন্দ্র ও সুনিল সরকার কে ৭ দিনের ও নূর আযম বাবুকে ৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার বিকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top