রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২২ ০৪:৪৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১০:৪০

ছবি: ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

যুব সমাজকে খেলা প্রতি আগ্রহী করার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে সোহাগ ফাউন্ডেশনের আয়োজনে সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস.এম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা ক্রীড়া সম্পাদক ও আওয়ামীলীগ নেতা খন্দকার নাজমুল হুদা, পৌর ক্রীড়া সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, আহসান হাবিব জয়, পান্না, মোরশেদ প্রমূখ।

সভা শেষে বেলা ১ টায় প্রধান অতিথি বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-২০ ক্রিকেট খেলার উদ্বোধন করেন। টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় তালাস একাদশ ১০ রানে শামীম একাদশকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ৩০ জানুয়ারী টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শকরা খেলা উপভোগ করে। খেলা উদ্বোধনের আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top