রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর ইন্তেকাল


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২১ ০৪:২৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:২৬

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কোঁচকুড়ি মহল্লার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি----রাজেউন)। সোমবার দিবাগত রাত ১ টার সময় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন । মঙ্গলবার বাদ যোহর সান্তাহার পৌর শহরের মাইক্রোবাস স্টান্ড মাঠে রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কোঁচকুড়ি গ্রামে পারবিারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর মৃতুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন খান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top