সান্তাহার ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী তৃপ্তি চূড়ান্ত
_PIC-_11-12-2021-2021-12-11-17-43-58.jpg)
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনিত (নৌকা প্রতীক) ও প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি চূড়ান্ত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানায়, ঘোষিত তফশিল অনুয়ায়ী মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে তারা হলেন, সান্তাহার ইউনিয়নে নাহিদ সুলতানা তৃপ্তি (আওয়ামীলীগ মনোনীত), রবিউল ইসলাম রবি (স্বতন্ত্র), মোজাহার হোসেন পিন্টু (স্বতন্ত্র), ছালাম হোসাইন (ইসলামী আন্দোলন) মুক্তার হোসেন (জাতীয় পার্টি), সাজেদুল ইসলাম চম্পা (স্বতন্ত্র), ও এরশাদুল হক টুলু (স্বতন্ত্র) এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন, সাধারন সদস্য ৩৫ জন।
আরও পড়ুন: নৌকার প্রার্থীর টাকা বিলানোর ভিডিও ভাইরাল
প্রথমবারের মতো ভোটের মাঠে লড়তে যাচ্ছেন নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি। তাকে ঘিরে বর্তমান সাধারন ভোটারদের মাঝে বেশ উল্লাস করতে দেখা যাচ্ছে। মনোনয়ন ঘোষনার পর থেকে বহু নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে যেন উৎসবের আমেজ বইছে।
এ বিষয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু বলেন, তৃপ্তির পক্ষে তথা নৌকার পক্ষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাকে বিজয়ী করতে সর্বাক্ষনিক আমরা মাঠে কাজ করবো। তৃপ্তি একজন যোগ্য প্রার্থী। এ কারনে আমরা তাকে সমর্থন করি। তিনিই জয়লাভ করবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন: মৃত বাবার কাছে যেতে কলেজছাত্রীকে বাধা!
নৌকার নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, যে ভাবে নেতা-কর্মী আর সাধারন মানুষের সাড়া পেয়েছি তাতে আশা করছি বিজয় আমাদেরই। নৌকা মার্কার জয় এনে প্রাধানমন্ত্রীকে এই ইউনিয়ন উপহার দিতে চাই।
আরপি/এসআর-০৫
বিষয়: আদমদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচন
আপনার মূল্যবান মতামত দিন: