সান্তাহারে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত সাড়ে ১২ টায় সময় মালশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তৌহিদ খাঁন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত তৌহিদ খাঁন উপজেলার সান্তাহার পৌর শহরের নিউ কলোনী এলাকার ওয়াহেদ খাঁনের ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয় এবং এ সময় অপরজন কৌশলে পালিয়ে যায়।
তাদের ২জনের বিরুদ্ধে গতকাল রোববার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়।
আরপি/ এমএএইচ-১৯
আপনার মূল্যবান মতামত দিন: