রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২


সান্তাহারে চার জনের পাঁচ দিনের কারাদন্ড ও অর্থদন্ড


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০৪:৩০

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০০:১৪

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে চার মাদকসেবীর পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা এসব অপরাধীদের গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত রোববার বিকেলে সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৌর শহরে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় পৌর শহরের লকু পশ্চিম কলোনীর মৃত-ইয়াছিন আলীর ছেলে ছোটন (২৮), আতোয়ার হোসেনের ছেলে হুদয় হোসেন (২৭), মৃত-বাছের আলীর ছেলে সাগর হোসেন (৩০) ও নওগাঁর ধামইরহাট এলাকার আফজাল হোসেনের ছেলে মোর্শেদুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করে।

পরে বিকেল ৪টায় এই চার জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করে আদালত।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের ওই দিন বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আরপি/ এমএএইচ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top