রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ০৪:০৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১০:৫০

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস অ্যাম্পুল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার এলাকায় ঝংকার ক্লাব এর সামনে থেকে অভিযান চালিয়ে জামাল সরদার (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল সরদার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে।

মাদক বিরোধী অভিযানে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস অ্যাম্পুল সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিকেলে বগুড়া আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top