রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ২২:২৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫৮

ছবি: পুরষ্কার বিতরণ

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্নবিশ্বাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘিতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে সোমবার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে মাল্যদান, উপজেলা হলরুমে আলোচনা সভা ও শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান প্রযুক্তিতে অনন্য অবদান রাখায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, সদর ইউনিয়ন আঃ লীগের সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

পরে প্রধান অতিথি শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করে।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top