সান্তাহারে ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবিদ হাসান অভি উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার সরকারি কলেজ গেট এলাকায় সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শুক্রবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: