রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সান্তাহারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২১ ০৫:৪৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:৫৩

ছবি: পুরস্কার বিতরণ

বগুড়ার সান্তাহার পৌর শহরের অবস্থিত আধুনিক স্টেডিয়াম মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সান্তাহার পৌরসভার আয়োজনে আধুনিক স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সান্তাহার ফুটবল একাডেমি বনাম মহাদেবপুর ফুটবল একাডেমি অংশ গ্রহন করেন।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আহবায়ক শাহিনুর রহমান মন্টির আমন্ত্রনে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, পৌর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, পৌর কাউন্সিলর আলাউদ্দিন প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে সান্তাহার ফুটবল একাডেমিকে মহাদেবপুর ফুটবল একাডেমি ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার সন্ধ্যায় অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার গোল্ডকাপ ও ২০ হাজার টাকা দেন।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top