সান্তাহারে পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে। মাদক বিরোধী অভিযানে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযমের নেতৃত্বে উপ-পরিদর্শক মাজেদ আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ছ নং বগির ১৪ এবং ১৫ নম্বর সিটের উপর বাঙ্কার হইতে দুটি ব্যাগ থেকে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরোও বলেন, পুলিশের উপস্থিত টের পেয়ে ওই ফেন্সিডিলগুলো মালিক ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সান্তাহার রেলওয়ে থানায় মালখানায় জমা রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
আরপি/এসআর-১০
আপনার মূল্যবান মতামত দিন: