রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ০৫:০৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৫৪

ছবি: পোনা মাছ অবমুক্তকরণ

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। মঙ্গলবার মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় ২০২১-২২ অর্থ বছরে উপজেলা চত্বরের একটি ও বড় আখিড়া, বিনাহালী, তিলোচ আর্দশগ্রাম জলাশয়ে ২৬৯ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, মৎস্য সম্প্রসারণ অফিসার (এনএটিপি-২) রায়হানুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মৎস্য ক্ষেত্র সহকারী ফারুক হাসেন, (এনএটিপি-২) ক্ষেত্রসহকারী বিপুল সরকার, স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধি (লিফ) মিহির কুমার সরকার প্রমূখ।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top