আদমদীঘিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ ফসলের উপকরণ বিতরণ
মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ ফসলের উপকরণ প্রান্তিক ও ক্ষুদ্র ১০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষি অফিসের সামনে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাট বীজ ফসলের উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কামরুন্নাহার আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার আদুরী তমা, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শেখ প্রমুখ।
আরপি/এসআর-১৮
বিষয়: আদমদীঘি কৃষি প্রণোদনা বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: