সান্তাহারে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
করোনা ভাইরাস সংক্রমন ও লকডাউন অমান্য করায় বগুড়ার সান্তাহার পৌর শহরের মেইন রোডে সোনার বাংলা মার্কেটের রতন ক্লথ স্টোরের ৫ হাজারসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়ার অপরাধে ৫ জনের ৪৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চলমান লকডাউনে রবিবার বিকেলে সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান লকডাউন অমান্য করে দোকান খোলা ও মাস্ক পরিধান না করার কারণে ৫টি মামলা বিপরীতে মোট ৫ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
আরপি/এসআর-১৯
বিষয়: সান্তাহার লকডাউন ভ্রাম্যমান আদালত
আপনার মূল্যবান মতামত দিন: