রাজশাহী বৃহঃস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩, ১০ই চৈত্র ১৪২৯


আদমদীঘিতে মোবাইল কোর্টে চার জনের জরিমানা


প্রকাশিত:
৬ আগস্ট ২০২১ ২১:২৯

আপডেট:
৬ আগস্ট ২০২১ ২১:৩০

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করার অপরাধে ৪টি মামলায় ৪ জনকে ২ হাজার ২শ টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় এনামুল হকের ১হাজার, চাঁন মিয়ার ১হাজার, বাসষ্ট্যান্ড এলাকার একটি পানের দোকানের স্বত্বাধিকারী ফরিদুলের ১শ টাকা এবং কালাইকুড়ির এলাকার একটি চায়ের দোকানে স্বত্বাধিকারী ফরিদুলের ১শ টাকাসহ মোট ২হাজার ২শ টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় বলেন, সরকারের দেওয়া বিধিনিষেধ মানতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top