রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বগুড়ায় ৪২ লিটার চোলাই মদসহ গ্রেফতার এক


প্রকাশিত:
৩১ জুলাই ২০২১ ২৩:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৪

ছবি: গ্রেফতারকৃত আসামী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪২ লিটার দেশীয় চোলাই মদসহ রওশন আলী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রওশন আলী ওই এলাকার মৃত গোলাম রসুলের ছেলে। মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে দেন সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক ও এটিএসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম বলেন, রওশন আলী তার বাড়িতে দেশীয় চোলাই মদ কেনা-বেচা করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তার বাড়িতে মাদক বিরোধী অভিয়ান চালিয়ে ৪২ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। রওশন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top