রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরন


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ২২:০১

আপডেট:
৬ জুলাই ২০২১ ২২:০৩

ছবি:  বাইসাইকেল ও পোশাক বিতরন

বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৪ জন গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল ও পোষাক। ২০২০-২১ অর্থ বছরে আসন্ন কোরবানীর ঈদ ও দেশব্যাপী করোনার প্রার্দুভাব বাড়ায় বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লায় দুরন্ত গতিতে ছুটে চলে গ্রাম পুলিশদের কর্তব্য পালনের লক্ষে্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাইসাইকেল, পোশাক, লাঠি, বাঁশি সহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।

মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ৫৪ জন গ্রাম পুলিশদের মাঝে এসব উপকরণ বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্তকতা সিরাজুল ইসলাম মুন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top