রাজশাহী শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৮শে আষাঢ় ১৪৩২


বগুড়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার


প্রকাশিত:
২৪ জুন ২০২১ ২১:১৭

আপডেট:
১১ জুলাই ২০২৫ ২৩:৪১

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে হাত, পা বাঁধা ও গলায় দড়ির ফাঁস লাগানো এক চার্জার ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ধনতলা গ্রামের পার্শ্বে ব্রীজ সংলগ্ন জমির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলতা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে চার্জার ভ্যান চালক শামিম ফকির (৩২)। বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে পথচারীরা তার দড়ি দিয়ে হাত, পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো লাশ নশরতপুর-কড়ই রাস্তার ধনতলা জমির মাঠে দেখতে পায়। তবে তার ভ্যান ও মোবাইল পাওয়া যায়নি।

পরে আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে। এ সময় তার পকেট থেকে কিছু টাকা ও কাগজপত্র পাওয়া যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top