রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষনচেষ্টা মামলায় গ্রেফতার এক


প্রকাশিত:
২২ জুন ২০২১ ০১:০৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৪৩

ছবি: গ্রেফতারকৃত আসামী

বগুড়ার আদমদীঘিতে গৃহবধুকে ধর্ষনচেষ্টা মামলায় আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরন করেছে। আজিজুল হক উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র।

আদমদীঘির সাওইল পশ্চিম পাড়ার এক গৃহবধুকে উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর পুত্র আজিজুল হক প্রায় ওই গৃহবধুকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। গত (১৭ মে) দুপুর দেড়টার সময় গৃহবধু তার বাবার বাড়ীতে যায় এ সময় লম্পট আজিজুল হক দেখতে পেয়ে কিছুক্ষন পর তার বাবার বাড়িতে গৃহবধুর মাতাকে খোঁজার নাম করে বাড়িতে প্রবেশ করে।

গৃহবধুকে একা দেখে টাকার প্রলোভন দিলে টাকা নিতে অস্বীকৃতি জানালে ভিকটিমকে জোড় পূর্বক তার বাবার শয়ন ঘড়ে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধু চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে কৌশলে আজিজুল হক পালিয়ে যায়।

এ ঘটনায় গত (২৫ মে) গৃহবধু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এস আই প্রদীপ বলেন, ধর্ষনের চেষ্টা মামলায় আসামী আজিজুল হককে গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top