রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


আদমদীঘিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন


প্রকাশিত:
৩০ মে ২০২১ ০০:৩৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৮:৩১

ছবি: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আলহাজ্ব মনজু আরা বেগম, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, জিল্লুর রহমান, আব্দুল হক আবু।

উদ্বোধনী খেলায় নশরতপুর ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করেন। খেলায় নশরতপুর ইউনিয়ন পরিষদ অনুর্ধ ১৭ ফুটবল একাদশ ২-০ গোলে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ ১৭ একাদশকে পরাজিত করেন। খেলা পরিচালনা করেন স্বপন হোসেন।

উল্লেখ্য, এ খেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশ গ্রহণ করছে।

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top