রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


সান্তাহারে তালা কেটে দোকানে চুরি


প্রকাশিত:
৩০ মে ২০২১ ০০:০৬

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৪:৪১

ছবি: চুরি হওয়া দোকান ঘর

শুক্রবার দিবাগত গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম ঢাকা রোড বাইপাস সংলগ্ন হামিম পেট্রোল পাম্পের পার্শ্বে ফুটু মবিল ঘর নামের একটি দোকান ঘরের তালা কেটে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। এতে করে ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

দোকান মালিক মানিক হোসেন জানান, শুক্রবার রাত ৯ টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল ৭ টার দিকে দোকান ঘরটি খোলার জন্য এলে চুরির বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, দোকান ঘরের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় চোরের দল ঘরে থাকা ৩টি মবিলের বালতি, ২৮টি মবিলের পট, ৩০ হাজার টাকার লোহার মালামাল, ২০ হাজার টাকার বিভিন্ন লাইট, নগদ ক্যাশ ২০/২৫ হাজার টাকা সহ প্রায় ২লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, দোকান চুরির বিষয়টি অবহিত হয়েছি। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরপি/এসআর-১৬

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top