রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক ৪


প্রকাশিত:
২৩ মে ২০২১ ০৬:১৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৯

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় উপজেলার কুন্দগ্রামের কড়ই বাজার এলাকায় পুকুর পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই বাজার এলাকায় শ্মশান ঘাটের পুকুর পাড়ে ১০/১৫ জন জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে থানার উপ-পরিদর্শক ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়ারীকে আটক করেন। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।

আটককৃতরা হলো উপজেলার বশিকোড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মনসুর আলী (৪৫), মৃত আফসার প্রামানিকের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), হলুদ ঘর গ্রামের মৃত হামিদ আকন্দের ছেলে আবদুর রহমান (৬৫) ও কড়ই গ্রামের বুলু প্রামানিকের ছেলে হান্নান (৩০)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃত৪ জুয়ারিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top