রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


বগুড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত:
২৩ মে ২০২১ ০৬:০৬

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৪:৫৬

প্রতিকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকা থেকে শনিবার দুপুরে তন্দ্রা ভৌমিক (১৫) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। তন্দ্রা ভৌমিক সান্তাহার শহীদ আহসানুল হক কলেজের গ্রন্থাগারিক উত্তম ভৌমিকের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করার কারণে বাবা নেটের সংযোগ বন্ধ করে দেন এবং সকালে তন্দ্রার বাবা মেয়েকে শাসন করেন। পরে দুপুরে খাবার সময় হলে মা তাঁকে ডাকতে গেলে পড়ার ঘরে ফ্যানের সাথে তন্দ্রার ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি সান্তাহার টাউন পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্দ্রার লাশ উদ্ধার করে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে । 

 

 

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top