বগুড়ায় করোনায় আ.লীগ নেতার মৃত্যু

বগুড়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও ফাঁপোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রভাষক আবদুর রাজ্জাক (৫০) করোনায় আক্রান্ত হয়ে সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, আবদুর রাজ্জাক বগুড়া সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।
রাতে কৈচড় পূর্বপাড়া বাড়িয়াপুকুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ মাঠ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আরপি/ এসআই
বিষয়: বগুড়া আ.লীগ নেতা করোনা
আপনার মূল্যবান মতামত দিন: