রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বগুড়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২১ ২২:৪১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৫

প্রতিকী ছবি

বগুড়ায় বুকে ছুরি মেরে মশলার দোকান কর্মচারী শফিউল ইসলাম পিপলুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের মাটিডালি উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার মধ্যরাতে তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহতের মা সুরাইয়া আকতার বুধবার সদর থানায় মামলা করেছেন। ওসি সেলিম রেজা জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

জানা গেছে, শফিউল ওই রাতে দোকানের কাজ শেষে বাড়ির উল্টেপাশে পৌঁছলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। তিনি আর্তচিৎকার দিয়ে রাস্তার পাশে জঙ্গলে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করতে বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top