রাজশাহী মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ১লা মাঘ ১৪৩২


শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল জামাইয়ের


প্রকাশিত:
২০ মার্চ ২০২১ ২৩:০০

আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নসিমনের ধাক্কায় মোমিন হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল ৯টায় উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মোমিন মোটরসাইকেল করে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার রক্তদহ বিলের বেইলি ব্রিজের সামনের মোড়ে একটি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে তার। এসময় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি।

এতে মোটরসাইকেল আরোহী মোমিন, নছিমনের চালক জিল্লুর ও হেলপার আনোয়ার আহত হন। এদের মধ্যে মোমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরপি/ এসআই-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top