রাজশাহী শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩, ১৮ই অগ্রহায়ণ ১৪৩০


বগুড়াতে করোনায় আরও একজনের মৃত্যু


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৫

আপডেট:
১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৯

ফাইল ছবি

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হলো বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার বিভাগে নতুন ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৫ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫৮৬ জন। এদের মধ্যে ২৩ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৮২ জন কোভিড-১৯ রোগী।

আরপি/ এসআই-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top