রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


টিএমএসএসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২২ ২৩:১৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০৪

ফাইল ছবি

টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার টিএমএসএস আইসিটি ডোমেইন কর্তৃক পরিচালিত উইমেন এন্টারপ্রিউনিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করুন।
পদের নাম : বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।
পদের সংখ্যা : ৩ জন।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/অ্যাগ্রিকালচার/ ইকোনমিক্স ও সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতক পাস থাকতে হবে।

নারী উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের উপর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসার সাপ্লাই চেইন সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। পণ্য ও চাহিদা এবং মার্কেট লিংকেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক মডিউল তৈরি করতে হবে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

এছাড়াও ব্যবসা পরিকল্পনা তৈরি সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ব্যবসার প্রয়োজনে মিটিং, অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসার প্রসার বিষয়ক রিপোর্ট লেখায় অভিজ্ঞ হতে হবে। যোগাযোগের দক্ষতায় পারদর্শী হতে হবে। কম্পিউটার ব্যবহারের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ই-মেইল আইডি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড এডমিন) বরাবর পাঠাতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৩০,০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০। অথবা ই-মেইল [email protected]/[email protected]এ প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০২২

 

 

 

 


আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top