রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

‘ফ্লাইং কার’ উড়ালো জাপান


প্রকাশিত:
৭ আগস্ট ২০১৯ ২২:৩২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৬

ফ্লাইং কার

ডামি ফ্লাইং কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে জাপানিজ ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এনএফসি কর্পোরেশন।

ফ্লাইং কারটিকে ‘কার অব ফিউচার’ নামে ডাকছেন তারা। বিশাল আকারের ড্রোনের মতো দেখতে এটি। এক মিনিট ধরে শূন্যে ভাসার সময় ৩ মিটার উঁচুতে পৌঁছেছিল এটি। তবে, এসময় ব্যাটারি চালিত ফ্লাইং কারটির ভেতরে কোনো যাত্রী বা চালক ছিলেন না।

কারিগরি সমস্যা ছাড়া এটি উড়তে পারলেও ব্যাটারি লাইফ, নিরাপত্তা ও নীতিমালা তৈরির কাজ বাকি আছে।

এটি উৎপাদন করার দায়িত্ব পেয়েছে কার্টইনভেন্টর নামের এক প্রতিষ্ঠান। ২০২৬ সাল থেকে ফ্লাইং কারটির বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।

জাপানিজ সরকার ২০২৩ সালে বাণিজ্যিকভাবে সেবা দেবে ফ্লাইং কারটি। প্রথমে শুধু পণ্য আনা নেওয়ার কাজ করবে উড়োযানটি। এরপর ২০৩০ সাল থেকে যাত্রী বহন করবে ফ্লাইং কারটি। টোকিওর চীবা নামের এক এলাকায় এ পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ফ্লাইং কারটি দেখাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়।

 

 

 

সূত্র: টেকশহর.কম



আপনার মূল্যবান মতামত দিন:

Top