বাজারে অ্যান্ড্রয়েড ১০

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে ডিভাইসে সবচেয়ে দ্রুত আপডেট হওয়া সংস্করণ অ্যান্ড্রয়েড ১০। মাত্র পাঁচ মাসে এটি ১০ কোটি ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। গুগল বলছে, এটাই সবচেয়ে কম সময়ে বেশি আপডেট দেবার ঘটনা।
এর আগে আর কোনো সংস্করণ এতো অল্প সময়ে এতো বেশি ব্যবহার হয়নি। গুগল জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে উন্মোচনের পর অ্যান্ড্রয়েড ১০ যতোটা ডাউনলোড হয়েছে এটা অ্যান্ড্রয়েড পাই বা ৯ থেকে ২৮ শতাংশ বেশি দ্রুত হয়েছে।তবে এমন তথ্য দিলেও একটি তথ্য গুগল দেয়নি, সেটি হচ্ছে ঠিক কত ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হচ্ছে।
গত আগস্টের পর থেকে আর এই তথ্য জনসম্মুখে প্রকাশ করছে না গুগল। তাই ঠিক কত ডিভাইসে ব্যবহার হচ্ছে তা জানা যাচ্ছে না। গত আগস্টে সর্বশেষ গুগল জানিয়েছে তাদের অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম ২২ দশমিক ৬ শতাংশ ডিভাইসে ইনস্টল রয়েছে। কিন্তু গুগলের এই সংখ্যাটাকে আবার অ্যাপলের সঙ্গে তুলনা করা যাবে না।
কেননা আপডেট সংস্করণ ইনস্টলের ক্ষেত্রে অনেক এগিয়ে অ্যাপল। তাদের আইওএস ১৩ অন্তত ৮১ শতাংশ ডিভাইসে আপডেট পেয়েছে। সেই তুলনায় অ্যান্ড্রয়েড ১০ খুবই পিছিয়ে।
আরপি/এমএইচ
বিষয়: অ্যান্ড্রয়েড ১০
আপনার মূল্যবান মতামত দিন: