রাজশাহী শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

মেইল পাঠাতে ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে জিমেইল


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ২১:০০

আপডেট:
৩ মে ২০২৫ ১৬:৪৪

ছবি: সংগৃহীত

মেইল করতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। এমনকি অফিসের বসকে বা উর্দ্ধতন কাউকে পাঠোতে ভুল হয়ে মাতায় হাত। আর তার পর তো টেনশনে আপনার ঘেমেনেয়ে একাকার কাণ্ড। ভাবছেন এই বুঝি গেল আপনার চাকরিটা। আপনার যদি কোনো দিন এই অবস্থায় পড়ে থাকেন, তাহলে আপনাকে বলব আবার এরমক হলে আর টেনশনের কিছু নেই। ছোটো সেটিংসের মাধ্যমে এবার আপনি এই ভুলকে শুধরে নিতে পারবেন।

যেভাবে ভুল শুধরে নিবেন:

  • আপনার জি-মেইল অ্যাকাউন্টের সেটিংসের গো (এড়) প্যানেলে প্রবেশ করুন।
  • এবার সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে (খধনং) যান।
  • এখানেই পাবেন গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার অপশন।
  • সেখান থেকেই আনডু সেন্ট অপশনটিতে প্রবেশ করুন।

  • এন্যাবেল(ঊহধনষব) অপশনে ক্লিক করে সেটিংস সেভ করলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন।

  • পরীক্ষা করার জন্য একটা ইমেইল পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
  • আপনি যখনই সেন্ড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেন্ড অপশনটি দেখতে পাবেন।
  • এখানে ক্লিক করলেই ইমেইলটি আর সেন্ড হবে না।

 

আরপি/এমএইচ


বিষয়: মেইল


আপনার মূল্যবান মতামত দিন:

Top