রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১১ই মাঘ ১৪৩১

ফেসবুক লোগোতে সূক্ষ্ম পরিবর্তন


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩২

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৫:৫৩

ফাইল ছবি

ইলন মাস্কের এক্সে (পূর্বের নাম টুইটার) একের পর এক বদল এসেছে। এমনকি নামও বদলে গেছে। মার্ক জাকারবার্গ আর বসে থাকবেন কেন! তিনি এবার পাল্টে ফেললেন ফেসবুকের লোগো। তবে মাস্কের মতো নতুন লোগো আনেননি তিনি। আগের লোগোতেই একটু পরিবর্তন এনেছেন।

সংবাদমাধ্যম ভার্গ বলছে, আইডেন্টিটি সিস্টেম আপডেট করেছে ফেসবুক। অনেকটা গোপনেই এই বদল এনেছে মেটা। তবে ব্যবহারকারীদের অনেকেরই নজর এড়ানো যায়নি। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও চ্যানেল ফিচার, খুলবেন কিভাবে?

নতুন লোগোতে দেখা যায়, ‘এফ’ লেখার পেছনের নীল রং আরও গাঢ় হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে এই একটিই। এ ছাড়া এফের বর্ডারটি আরও স্পষ্ট করা হয়েছে। রাখা হয়েছে কয়েকটি ছোট্ট টুইকস। এটিকে ‘সাহসী, গতিশীল এবং চিরন্তন’ ডিজাইন হিসেবে উল্লেখ করেছে মেটা। এক পোস্টে মেটা বলছে, এই লোগো পরিবর্তন সহজে দেখা না গেলেও এখন থেকে ফেসবুককে আরও শক্তিশালী মনে হবে। বিশেষ করে নীল রং আরও গাঢ় করার কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লোগো পরিবর্তন প্রায়ই হয়ে থাকে। তবে ফেসবুকের পরিবর্তন খুব ধীরে হয়। এমনকি মূল লোগো তেমন পরিবর্তন করে না প্রতিষ্ঠানটি।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top