রাজশাহী মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১

এক চার্জে ১০০ কিলোমিটার দৌড়াবে ই-স্কুটার!


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১৬:৩০

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ২০:১৯

ফাইল ছবি

কম দামে দুর্দান্ত মাইলেজে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো ভারতীয় নির্মাতা সংস্থা রানআর এইচএস। এটি এক চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ই-স্কুটারটি মাইলেজ দিবে ঘণ্টায় ৭০ কিলোমিটার।

ই-স্কুটারে রয়েছে একটি ৬০ ভোল্ট ৪০ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি, যা রিমুভেবল। অর্থাৎ ব্যাটারি খুলে আলাদাভাবে চার্জ দেওয়া যাবে। মাইলেজের পাশাপাশি ইলেকট্রিক স্কুটারের স্পিডও চমৎকার।

রানআর এইচএস ইলেকট্রিক স্কুটারে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অ্যালয় হুইল। পাশাপাশি লুমিনস এলইডি টেইল লাইটের মতোও আকর্ষণীয় ফিচার্স। এছাড়া রয়েছে অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, যা চোরের হাত থেকে স্কুটারটিকে রক্ষা করবে এবং ডিভাইস লোকেটর ও ডিজিটাল ক্লাস্টার।

স্কুটারের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ব্যাটারি চার্জিং প্রযুক্তি। এতে রয়েছে রিয়্যাল টাইম ব্যাটারি ইনফরমেশন।

ভারতে অন্যতম সস্তা স্কুটার হতে চলেছে এটি। এর দাম থাকছে ১ লাখ ২৫ হাজার রুপি (এক্স-শোরুম)।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: স্কুটার


আপনার মূল্যবান মতামত দিন:

Top