রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ফেসবুক থেকেই ইন্টারনেট স্পিড জানার উপায়


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৩ ২১:৪৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৯:০৮

ফাইল ছবি

ইন্টারনেটের স্পিড পরিমাপ করার জন্য অ্যাপ ব্যবহার করতে হবে না। ফেসবুক থেকেই জানা যাবে ইন্টারনেটের গতি।

সর্বপ্রথম নিশ্চিত করতে হবে, ফেসবুক অ্যাপটি যেন লেটেস্ট ভার্সনে ইন্সটল করা থাকে। না থাকলে সেটি অবশ্যই করুন। পাশাপাশি ফেসবুকে লগ ইন থাকতে হবে অ্যাকাউন্ট। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিচার কেবল ফেসবুকের অ্যানড্রয়েড ভার্সনেই ব্যবহার করা যাবে।

১. ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু অপশনে একাধিক ফিচার দেবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন।

২. এরই মধ্যে নিচে স্ক্রল করে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে ক্লিক করুন।

৩. এবার 'ওয়াইফাই অ্যান্ড সেলুলার পারফরম্যান্স' অপশনে ট্যাপ করুন।

৪. এই পেজে 'ইওর স্পিড' অপশনে ক্লিক করতে হবে। তারপর 'রান এ স্পিড টেস্ট' নামে একটি অপশন আসবে।

৫. উক্ত অপশনের নিচে 'কন্টিনিউ' অপশনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ইন্টারনেট স্পিড যাচাই করার জন্য ৩০ সেকেন্ড সময় নেবে ফেসবুক।

৬. ওই অপশনে ক্লিক করা মাত্রই একটি নতুন ট্যাব ওপেন হবে। যেখানে আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ও আপলোড স্পিড কত তা জানিয়ে দেওয়া হবে।

৭. আপনার সেলুলার নেটওয়ার্কের ডাউনলোড ও আপলোড স্পিড ভালো না খারাপ তাও স্ক্রিনে দেখিয়ে দেবে ফেসবুক।

৮. এই ইন্টারনেট স্পিড কী কী কাজ ভালো করে যাবে যেমন ভিডিও দেখা, ভিডিও চ্যাট ইত্যাদি সেসবও লেখা থাকবে স্ক্রিনে।

দরকারি সময়ে এই ভাবে ঝটপট ফেসবুক ওপেন করেই স্মার্টফোনের ইন্টারনেট স্পিড সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top