রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

একসঙ্গে ১০০ ছবি-ভিডিও পাঠানোর ফিচার হোয়াটসঅ্যাপে


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪২

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৫:৪২

ফাইল ছবি

মেটা অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক আপডেট এসেই চলেছে হোয়াটসঅ্যাপে। ইতিমধ্যেই মেটাভার্সেরও আওতায় ঢুকে গিয়েছে অ্যাপটি। ফেসবুকের অনেক ফিচারই অ্যাড হয়েছে এই মেসেজিং সাইটে। তবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো ঘিরে ইউজারদের অভাব-অভিযোগের শেষ ছিল না এতদিন।

হোয়াটসঅ্যাপে পাঠানো যেকোনও ছবিরই কোয়ালিটি ও সাইজ অনেকটাই কম্প্রেস হয়ে যেত এতদিন। সে বিষয়টি নিয়ে ইউজারদের ক্ষোভের সীমা ছিল না। আগামী আপডেটে সেই সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সনে মিটে গিয়েছে সেই সমস্যা। এবার ছবি পাঠানোর সংখ্যাতেও বড়সড় বদল আনল হোয়াটসঅ্যাপ।

আগে একসঙ্গে ছবি পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা থাকত হোয়াটসঅ্যাপের। একসঙ্গে ৩০টির বেশি ছবি সেন্ড করা যেত না সেখানে। তবে এবার সেই সমস্যার সমাধান এনে ফেলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটটি ইনস্টলের পর একসঙ্গে একশ ছবি বা ভিডিও সেন্ড করতে পারবেন গ্রাহকেরা।

ধঢ়ঢ়হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ২.২২.২৪.৭৩ বা তার পরের ভার্সন যারা ব্যবহার করছেন, তারাই শুধু এই সুযোগ পাবেন।

হোয়াটসঅ্যাপে কীভাবে ১০০ ছবি পাঠাবেন?

হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে একটি ইনডিভিজুয়াল চ্যাট বা গ্রুপ চ্যাট খুলুন।
এবার বাম পাশের অ্যাটাচমেন্ট বা পেপার ক্লিপের মতো দেখতে আইকনে ক্লিক করুন।
সেখান থেকে গ্যালারি অপশনটি সিলেক্ট করুন।
এবার আপনার গ্যালারি থেকে নিজের পছন্দমতো ছবি সিলেক্ট করুন। একশোটি পর্যন্ত যত ইচ্ছা ছবি আপনি সিলেক্ট করতে পারবেন।
সিলেক্ট করা হয়ে গেলে নিচে ডান কোণা থেকে সেন্ড অপশনটি সিলেক্ট করে ছবি পাঠিয়ে দিন।

নতুন এই আপডেটটি ইনস্টল করলেই এই সুবিধা এবার পেতে পারবেন যে কোনও ইউজার। ইতিমধ্যে অনেকের মোবাইলেই পৌঁছে গিয়েছে নতুন ফিচারটি। যারা এখনও পাননি, তারা দ্রুত প্লে-স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করতে ভুলবেন না।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top