রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১

ফেসবুকের লাখ লাখ ফলোয়ার ফিরে এসেছে


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ০৫:৩২

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৪:৫৫

সংগৃহিত

মঙ্গলবার রাতে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা কমে যায়। যাদের ফলোয়ার ছিল কয়েক লাখ, তাদের ফলোয়ার গিয়ে দাঁড়ায় ১০ হাজারের নিচে। ফলোয়ার হারান ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও। তার শত কোটি ফলোয়ার কমে গিয়ে দাঁড়ায় ৯৯২৩ জনে। অবশেষে হারানো ফলোয়ার ফিরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেশিরভাগ ব্যবহারকারী তার ফেসবুক ফলোয়ার ফিরে পেয়েছেন।

ফলোয়ার হারিয়ে বুধবার সকালে যারা আক্ষেপ করছিলেন, তাদের মুখে এখন হাসি ফুটে উঠেছে।

ফেসবুক বাগ বা ক্রুটির কারণে ব্যবহারকারীরা তাদের ফলোয়ার হারিয়েছিলেন। বিষয়টি নিয়ে কাজ শুরু করে মেটার মালিকানাধীন ফেসবুক। অবশেষে বাগ সারিয়ে ফেলা হয়েছে। ফিরে এসেছে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার।

ব্যবহারকারীদের ফলোয়ার হঠাৎ কমে যাওয়া এবং ফিরে আসার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ফেসবুক তথা মেটা কিছু জানায়নি।

আরপি/ এসএইচ ১০

 


বিষয়: ফেসবুক


আপনার মূল্যবান মতামত দিন:

Top