রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০৪:১১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২২:৩৬

স্যামসাং, শাওমি ও মটোরোলার পর এবার বাজারে ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস। সম্প্রতি ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা পেট লাওয়ের এক টুইটে এমনই আভাস পাওয়া গেছে।

পিট লাও একটি হিঞ্জের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই হিঞ্জের মাধ্যমেই যে কোন ফোল্ডেবল স্মার্টফোন ভাঁজ হয়। শুক্রবার টুইটারে এই ছবি প্রকাশ করেছে পিট। এর পর থেকে ওয়ানপ্লাসের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ ঘিরে শুরু হয়েছে জল্পনা।

চলতি মাসেই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং, শাওমির মতো বড় কোম্পানিগুলো। এছাড়াও সম্প্রতি বাজারে এসেছে মটো রেজর ২০২২ মডেল।

গত বছরে বাজারে এসেছিল অপোর ফোল্ডেবল স্মার্টফোন ফাইন্ড এন। শিগগিরই এই তালিকায় নাম লেখাতে পারে ওয়ানপ্লাস।

ফোল্ডেবল স্মার্টফোনের ছবি টুইট করে পিট লিখেছেন, ‘এই বিষয়ে আপনাদের মতামত কী?’

মনে করা হচ্ছে ওয়ানপ্লাসের ফোল্ডিং স্মার্টফোনের হিঞ্জের ছবি পোস্ট করেছিলেন তিনি।

যদিও প্রতিষ্ঠানটির পক্ষে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে পিটের এই টুইটের পরে মনে করা হচ্ছে শিগগিরই এই ফোনের সামনে থেকে পর্দা সরাতে পারে ওয়ানপ্লাস। এই ফোনে চলতে পারে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।

এখনও পর্যন্ত ওয়ানপ্লাস বাজারে কোন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেনি।

আরপি/ এসএডি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top