রাজশাহী বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১

করপোরেট গ্রাহকদের তথ্য হালনাগাদে নির্দেশনা


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০৫:৫২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৬

মোবাইল ফোন অপারেটরগুলোকে তাদের করপোরেট গ্রাহকদের তথ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

করপোরেট গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বুধবার (২০ নভেম্বর) বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, ইতোমধ্যে বিটিআরসি সব সেলুলার মোবাইল অপারেটরগুলোকে তাদের করপোরেট গ্রাহকদের তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করেছে।

এতে বলা হয়, নির্দেশনা মোতাবেক সব করপোরেট গ্রাহকদের তথ্য বিটিআরসি নির্দেশিত প্রক্রিয়াতে সম্পন্ন করার জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরগুলোকে প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায়, কমিশনের নির্দেশনা মোতাবেক মোবাইল অপারেটরগুলো তাদের করপোরেট গ্রাহকদের সংযোগ স্থায়ীভাবে নিস্ক্রিয় করতে বাধ্য থাকবে।

এ বিষয়ে সব করপোরেট প্রতিষ্ঠানকে মোবাইল অপারেটরগুলোকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top