রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২

অ্যামাজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ২১:১৮

আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ১১:৪৩

ফাইল ছবি

মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, মিষ্টি তুলসী বলে পাচার হয়েছে প্রায় এক টন গাঁজা। আন্তর্জাতিক বাজারে যার দাম এক কোটি টাকার বেশি।

দেশটির মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, তদন্তে সহযোগিতা না করলে পদক্ষেপ নেওয়া হবে অ্যামাজনের বিরুদ্ধে।

অ্যামাজনের কতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা খোলসা করেনি পুলিশ। তবে দাবি করেছে, একটি মাদক-চক্র ফাঁস হওয়ায় কিছু সূত্র হাতে আসে। সংস্থার দায়ের করা উত্তর এবং পুলিশের কাছে থাকা তথ্য-প্রমাণের মধ্যে ফারাক থাকায় শনিবার মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর সূরজ পাওয়াইয়া এবং বিজেন্দ্র সিংহ তোমার নামে দু’জনকে গ্রেফতার করা হয়ে ছিল। তারা রাস্তার ধারে ধাবা চালান। বাজেয়াপ্ত হয় প্রায় ২০ কিলোগ্রাম গাঁজা। পুলিশের অভিযোগ, অ্যামাজন ব্যবহার করে বিশাখাপত্তনম থেকে সেগুলো আনা হয়ে ছিল।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top